বিশ্বাস করতে বলব না আমাকে-
কেননা; বিশ্বাস সেতো মনের ব্যাপার-
এর নেই কোন প্রতি শব্দ;তবে-
আর এক অরথ আছে ।
মনের আয়নায় তাকাও-
দেখতে পাবে আমাকে
ধীরে... অস্পস্ট ধীরে,
লোকালয় পেরিয়ে জীবনের ভীড়ে ।
আমিও তো ঠিক তাই,
রক্ত মাংশে গড়া একজন,
মন আছে প্রাণ ভালোবাসা আছে,
তাইতো চাই ধরা দিতে নিপুন ছোঁয়ায় ।
স্বপ্নীল বাহুতে আজ-
সেখানে  খুঁজে পাই আমারে;
অনাদী অনন্ত কাল ধরে,
শুধু তোমার কাঁটার খোঁচায়।