হে মহা বিদ্রোহী-
রণ-দামামা বাজিয়ে এসো
তুরয নিনাদে-গুড়িয়ে দাও
শোষণের কাল হাত;
ভেঙ্গে ফেল বিষ দাঁত-
শুনিয়ে দাও নোতুন সুর,
নব যৌবনের গান, ছড়িয়ে দাও-
প্রাণ অফুরান অশান্ত এ পৃ্থিবীতে।
তোমাকেই বড় প্রয়োজন-
অশান্ত বাংলায়, দিশা নাই;
জ্বলছে শুধু হিংসা-বিদ্বেষে,আর-
চলছে ক্ষমতা স্বারথের হানা হানি ।
তুমি চির যৌবনের ঝড় কাঁপনের-
চির বৈশাখী,এসো আর একবার-
দূ্রবার যৌবনের গান শুনিয়ে
নিঃশেষে মিশে যাক চিরতরে ।