১৯৯২ সাল। সেপ্টেম্বর মাসের ৩ তারিখ। যশোরে-
বই মেলা চলছে। পত্রিকা অফিসে যেতে সকাল সকাল-
বের হয়েছি। সপ্তাহে চার দিন যাওয়াই লাগে। দৈনিক
স্ফুলিঙ্গ-এ মাসে ১৮/১৯ দিন আমার লেখা থাকত। সে দিন-
সকাল ১১ টার মধ্যে পৌঁছে যাই। অফিসে সাহিত্য
সম্পাদক, ফকির শওকত (দাদা ভাই)'র নিকট লেখা দিয়ে-
গল্প গুজব শেষে দুপুর ১টা নাগাদ বের হয়ে আসি
পত্রিকা অফিস থেকে। ভৈরব চত্বর দঁড়াটানা এসে    লাইব্রেরীতে সংগ দিতে হাটতে থাকি বই মেলায়।
ঘন ঘন মাইকিং চলছে,প্রখ্যাত সাহিত্যিক,"উপন্যাসিক
ও নাট্যকার হুমায়ূন আহমেদ বেলা ৩ টায় যশোর বই-
মেলায় আগমন করবেন"। শোনা মাত্র সিদ্ধান্ত নেই।
সুযোগ হেলায় হাত করা যাবেনা। পাশের টি-স্টল
থেকে চা-বিসকিট খেয়ে অবশেষে প্রবেশ করি বই
মেলায়। পথমে পাবলিক লাইব্রেরিতে যাই। ভাগিনার
সাথে দেখা করি।জিজ্ঞেস করে জানতে পারি, জাস্ট
৩ টায় উঁনি মেলায় আসবেন। ঘুরে ফিরে দেখি বুক
স্টল গুলো। এরপর লাইনে দাঁড়াই। সময় ১ টা ৩০
মিনিট। সরকারি এম,এম কলেজের রোভার সকাউট
রা শৃংখলা রক্ষায় ব্যাস্ত। ৩ টায় হুমায়ূন স্যার আস-
লেন। লাইনে অপেক্ষার বহর। এগুচ্ছে একটু একটু
করে। বয়সকাউট, গারল্স গাইড,রোভাররা রীতি-
মত হিমশিম। এক সময় পৌঁছি উঁনার অবস্থান-
কক্ষে। উপস্থিত হই মুখো-মুখি। ছালাম শেষে পরি-
চয় দিয়ে আমার হাতের খাতাটা এগিয়ে দেই।
হুমায়ূন স্যার হাত বাড়িয়ে নিলেন এবং বাংলা-
"সাহিত্যের এই কালজয়ী মহাপুরুষ লিখলেন,
"আব্দুস সালাম গফ্ফার
  সাহিত্যের অদ্ভুত এবং মায়াময়
      জগতে  আপনার পদচারণা
        সফল হোক
                 হুমায়ূন আহমেদ
                    ৩-১১-৯২
               -------------------