আমি এখন তৃতীয় বিশ্বের
সময়ের ডাস্টবিনে পড়ে আছি,
চলার শক্তি নেই,
যা আছে তা মন্থর ।
নানা সমস্যা রেখেছে ঘিরে,
নিদারুন কুহেলিকার মত;
আলোর রেখা যেন ক্ষীণ,
হারিয়ে যেতে চায় কোন সুদূরের পানে।
তবু চলি চলব ভেবে-
মুক্তির আশায়,
প্রাণ পণে বিদ্রোহীর মতো,
ওরা ভয় পায় তাতে।
সরে যায় দূরে ধীরে-ধীরে,
শুস্ক ঠোঁটে আসে জল,
ভ্রান্তি আর অবসবাদ,
মনে মনে ভাবি-
হারিয়ে যাব আমি
দূরে অনেক দূরে !