কখন যে সারাদিন,
পায়ে হেটে হেটে,
কেটে গেছে বেলা-
পথ কেটে কেটে ।
দিন ভর রোঁদ,
রাত ভর শীত,
ক্লান্তি আর অবস্বাদে,
নামে চোখে নিঁদ ।
শোঁ শোঁ আকাশে,
বাঁশী বাজে বাতাসে,
ফুলকলির ভাঙ্গে ঘুম,
সোহাগের আবেশে ।
নায় নিয়ে নায় যায়,
নেয়ে ঘাম দুপুরে,
চারি দিকে পোড়া রোঁদ,
যেন ফুটি ফাটারে ।