সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন,ঈশ্বর গুপ্ত খাঁটি বাঙালি কবি'। কারণ, তিনি সাধারণ ভাষায়,লঘু
চপল ভঙ্গিতে কবিতা রচনা করেছেন। তাঁর কাব্যে ভাব
জগত ঋদ্ধ নয়,বস্তু জগত প্রধান। ঈশ্বর গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে সংশয় নেই,সংশয় তাঁর কবিতার ভাব
ও ব্যঞ্জনা নিয়ে। নতুন যুগের সূচনালগ্নে তিনি জগত ও
জীবনকে ব্যঙ্গ ও কৌতুকের ভেতর দিয়ে প্রত্যক্ষ করে
ছেন,স্বচ্ছ সৃষ্টিতে নয়। তাই তাঁর কবিতায় বিষয় আছে,
বস্তু আছে,ব্যঞ্জনা আছে।