প্রশ্নটা এই ছিল তোমার-
কবিতা লিখে কি হবে? শুনে
দুঃখ হলনা এতটুকুও,কেননা
আমার মনে তখন ঘড়ির কাটার শব্দ।
ছুটে যাওয়া উল্কা পিণ্ড-
বৃন্ত থেকে সহসা ছিটকে পড়ে
ছড়ায় আলো আঁধারের বুকে
জীবনের শতভিড়ে।
জীবনটা এক অর্বাচীন কবিতা;
বয়ে চলে ধারা অনন্তে। যেখানে-
মিশেছে মিলন দ্রোহ;ক্ষয়ে ক্ষয়ে
বিভোর সুখের কাংখিত স্বপনে।