তোমাকে বলিনি আমি
কাউকে ভাল বেসেছি,বলেছি-
চেয়েছি ভালবাসা পেতে
শুধু এটুকু লিখেছি।এতেই
ঘৃণা করলে আমায়
তীব্র নিন্দার কঠোর ভাষায়!
বেশ করেছ;বুঝলাম-
শিক্ষার অভাব আমার।
তুমি বলেছ,আমি নাকি
হাজার জনের প্রেমে পড়েছি
এও বলেছ,পড়লেও কিছু
এসে যায়না তোমার।বেশত,
অবাঞ্ছিত আমি বিদিশার স্রোতে
ছুটে গেছি জ্বালাতে তোমার।
ভাবতে পার ভীষণ খারাপ আমি,
সূতরাং তাই অধিকার কি
তোমা পানে চাওয়ার,
এ অভিযোগটি ছিল তোমার।
কখনো বলিনি নিজেকে ভাল,
কখনো তোমাকে খারাপ।
চাইনি কারো ভালবাসার করুণা,
চাইনি কোন দিন কাছে তোমায়,
খারাপ, তাই অধিকার নেই।
তবে জানিনা কোনদিন হয়ত
দেখা হবে না তোমার সনে,
মহাপাতকীর কি অধিকার বলো
তোমার প্রেমকরুণা ভিক্ষা চাওয়ার?