আমি শুধু একটি কাঠের ভাঙ্গা সেতু,
পার হতে চায় ওরা আমার এ বুকে।
উতলা চঞ্চলা সবে তাই উদাসীর বেশে,
ব্যাথা দিতে চায় মোরে বুঝি কোন সুখে।
পড়ে আছি এমনি আমি সে কত যুগ,
শুধু চিকন খান কয়েক বাঁশের খুঁটি।
মাঝে মাঝে শুধু আমি ভেঙ্গে গেছি বলে,
নিয়েছে কেটে কুটে মোরে সবায় লুটি।
অসীম সাগর বক্ষে আজি একা আমি,
শুধু তোমা নামের একটি ভাঙ্গা সেতু।
ভেঙ্গে যাব শুধু আমি মিশে যাব তাই,
থাকবে না'ক এ ধরায় মোর কোনই স্মৃতি।
রেখে যাব শুধু আমি এ পৃথ্বী ধরা মাঝে,
মোর জীবনের কেবল সে একটি শুন্য গীতি।