লাখ শহীদের রক্তে গড়া
আমার এদেশ ভাই।
হীরা মানিক মুক্তায় ভরা
বিশ্বের সেরা তাই।


দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু
সব পাখীতে ভরা।
বর্ষা বাদল নদীর স্রোতে
স্মৃতি সুধায় ভরা।
মাঠে মাঠে সোনার ফসল
কৃষাণে গান গায়।


কুলু কুলু ছন্দে নদী
দূরে বয়ে চলে।
অজানা কোন নিরুদ্দেশে
ভাসি দলে দলে।
পদ্মা মেঘনা গঙ্গা যমুনা
দেই যে পাড়ি তাই।