বাসার সামনে কহাত দূরে
একটি আম গাছ।
ভোর বেলাতে শুয়ে শুনি
ঘুঘুর মিষ্টি ডাক।


জানলা দিয়ে দেখি ডালে
একটি পাখী ঘুঘু।
আপন মনে ডাকছে বসে
খুঁজছে বুঝি কিছু।


মনে মনে ভাবি আমি
বুঝি এটা সুলক্ষণ।
ঘরের পাশে ছোট্ট গাছে
ঘুঘু পাখীর আগমন।


মাটি থেকে কহাত উঁচু
হাত কয়েকের মত।
চিকন ছোট আম গাছটির
ত্রি-ডাল ছিকের মতো।


এদিন দেখি ত্রি-ডাল'পর
বাসা বেঁধেছে ঘুঘু।
আপন মনে ডিমের উপর
তা দিচ্ছে শুধু।