বিকেলের সোনালী রোঁদে
বসে থাকতে দেখলাম তোমাকে,
উন্মনা চোখ দুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে
কারে যেন খুঁজছে বার বার।ভাবনার-  
সাগর বিলিয়ে দিয়ে একাকার,
মিনতী তোমার ফিরে আসে
আমার মনের মনি কোঠায় যেন
বেদনা বিধুর শেল হয়ে।
কর পল্লব গলেতে তোমার ছোঁয়ানো
ভাবনায় বিভোর উদ্বেল-
বিষন্নতার মেঘ ঘিরে সেখানে
খেলা করে অনিন্দ সুন্দর করবী।
তোমার মনের পাশে সহসা যায়
মন আমার,লাজুক নত দৃষ্টিটা
ছুড়ে দিলে বেঁধে নিলে রাখী ডোরে
নিলীন করে বিনি সূতার মালায়।
তারপর পায়ে পায়ে এলাম
একসময় তোমার পাশে নিঃশব্দে,
দুহাত বাড়িয়ে ছুয়ে গেলাম
দেখলাম, তুমি নেই,তাকিয়ে রই অতঃপর।
আকাশটা মলিন মেঘে ছেয়ে গেছে
দুহাতে ঢেকেছে মুখ খানি,
বার বার দখিনা বায় উড়িয়ে আঁচল,
যদি কখনো দেখা হয় অর্বাচীন আশায়।