মাঝরাতে শ্রাবণের প্রথম বৃষ্টিতে ভেজার ইচ্ছে এবং সামর্থ্য থাকা সত্বেও
ভিজতে না পারার আক্ষেপ বয়ে বেড়ায় শুধুমাত্র মানুষ।


মানব জনম নিয়ে আকাশের বুকে স্বাধীন ভাবে পাখির মত উড়তে না পারার
আক্ষেপ করে শুধুমাত্র মানুষ।


অনেক বছর একসাথে থেকেও পাশের মানুষটাকে শেষ পর্যন্ত চিনতে না পারার
আক্ষেপ করে শুধুমাত্র মানুষ।


লক্ষ কোটি টাকা থাকা সত্বেও সারাটা জীবন সুখের খোঁজ না পাওয়ার
আক্ষেপ করে শুধুমাত্র মানুষ।


কথা বলতে পারা সত্বেও যুক্তি প্রতিবাদ অধিকার আদায়ের জন্য সময় মত
আওয়াজ না করতে পারার আক্ষেপ করে শুধুমাত্র মানুষ।


মানুষ হয়ে জন্ম নিয়ে নিজেকে পরিপূর্ণ মানুষ দাবি করতে না পারার
আক্ষেপ করে শুধুমাত্র মানুষ।


একশো বছর বাঁচার পরেও অনেকগুলো আক্ষেপ নিয়ে
মৃত্যুর স্বাদ গ্রহণ করে শুধুমাত্র মানুষ।