বদ্ধ ঘরে দিনরাত সময়ের ব্যবধান
খুঁজতে যাওয়া যেখানে বেমানান
দিনের আলো রাতের আঁধার তাতে
মানুষটার কিছুই যায় আসে না


কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর
যা খুঁজতে গিয়ে মানুষটা ধীরে ধীরে
ডিপ্রেশনে থেকে পা পিছিয়ে
দেয়ালে আটকিয়ে ঠেকে যায় পিঠ


বেঁচে থাকার মানে খুঁজতে যাওয়া
যেখানে শুধুই নিষ্প্রয়োজন
ভালোবাসা বৃষ্টি আকাশে উড়তে থাকা পাখি
সে সময়ে মনে হয় সবই অপ্রয়োজন


সত্যিই কি আমাকে চিনতে পারেনি কোনো মানুষ?
এই প্রশ্নের উত্তর আকাশে ছুড়ে দিয়ে
মানুষটা পালিয়ে যেতে চায়
সেখানে যেখানে একা থাকাটা উৎসবের মত


তারপর চারপাশ শুনশান নিস্তব্ধ...