এই শহরে আর কিছু নেই।
এখন নিজেকে কিছু সময় দাও।
গাছেদের কাছে যাও। আকাশ দেখো।
পাখিদের কলরব শুনো চোখ বন্ধ করে।


এই সময়টাতে মানুষের কাছে আর কিছু নেই।
যা আছে সব প্রকৃতির মাঝেই,
গ্রহণ করো যা যা ফিরিয়ে দিয়েছিলে অযত্ন আর অবহেলায়।


এই তো সুযোগ প্রকৃতির আরো কাছে যাওয়ার,
আপন হওয়ার, উপলব্ধি করার।
অবশেষে প্রকৃতির কাছে ক্ষমা চাওয়ার।