চারদিকে আজ ঘোর অমানিশা
অস্তিত্ব সংকটের মুখে আমরা সবাই
মাথার উপর মৃত্যু মেঘের ঝলকানি
সব পাপ যেনো চোখের সামনে ভেসে উঠছে


অথচ কিছু মাস আগেও কি অদ্ভুত ভাবে
অন্যায় করে গেছি অসহায় মানুষ, বোবা প্রাণী,
এমনকি অক্সিজেন প্রদান করা বৃক্ষের সাথে।


আজ সব কিছু ভুলে আমরা
ক্ষমা চাচ্ছি সৃষ্টিকর্তার কাছে
ক্ষমা পাওয়া কি এতই সহজ!
সময়ের ব্যবধানে পাপের পাশ্চিত্ত যে করতেই হয়


অসীম সীমার এ বেড়াজালে
আমি তুমি সব ভুলে গেলেও
প্রকৃতি সব কিছু মনে রাখে।