পৃথিবীতে আসলাম মা তোমার কারণে,
ছোট থেকে বড় হলাম মা তোমার কারণে।
তারপর থেকে কষ্ট দিলাম তোমায় মা আমার কারণে।


ভালবাসার অথৈ নদী মা দেখালে তুমি।
দুঃখ ছাড়া তার বিনিময়ে কি দিয়েছি আমি।
যা চেয়েছি তাই দিয়েছো কখনো করনি বারণ,
সেই অনুপাতে আমি কখনো কি করেছি তোমার সাথে ভাল আচরণ!


আজ আমি অনেক বড় বুঝি কোনটা ভালো মন্দ,
আমি এও বুঝি মা তোমায় ছাড়া কাটাতে পারব নাহ একটা দিন ও।
তাই তোহ আমি প্রভুর কাছে করি যে সন্ধান,
তোমার আগে হয় যেন মা আমার জীবন অবসান।