আমি তোহ শুধু ভালবাসা টুকুই চেয়েছিলাম,
রাজ সিংহাসন বা রানীর উপাধি তোহ চাইনি।
কাছের মানুষের মাঝে যদি সুখ, ভালবাসা, আত্মনির্ভরশীলতার ছিটে ফুটা টা ও না খুঁজে পাই।
অন্যজন যদি এর মাঝে সুখ, ভালবাসা, আত্মনির্ভরশীলতা দিতে চাই,
আর আমি যদি তা তার কাছে খুঁজে পায় বা নিতে চাই, তবে কি আমি পাপী ?
পৃথিবির কাছে তা পাপ, হোক পাপ আমি পাপী।
তবুও তোহ আমি সুখ, ভালবাসা, এবং আত্মনির্ভরশীলতা পেলাম, এটাই আমার কাছে সবচেয়ে দামী।
আমি চাই না স্বর্গের মোহ দেখিয়ে ভালবাসাহীন এই পৃথিবীতে একা বেচে থাকতে।
জীবন তোহ একটাই তাই সুখ, ভালবাসা, আত্মনির্ভরশীলতা দিয়ে জীবন টাকে স্বর্গ বানিয়ে বেচে থাকতে চাই।