উৎসর্গেঃ প্রিয় কবি আলমগীর সরদার লিটন


আল্লাহর দয়া পাবে- ক্ষমা পাবে- পাবে তাঁর প্রেমের জ্যোতি,
ললনার ছলনায়- কভু নয় কভু নয়- রাসুলের প্রেমে উঠো যদি মাতি ।। ২বার
মতি-গতি ঠিক কর- রাসুলের পথ ধর-  হবে তুমি জান্নাতি- ঐ


গী.বতের মজমায়- নিন্দার জলসায়-  তুমি আর যাবে না,
রক্তের বন্ধন- আত্বিয় স্বজন- দুখিদের কভু  ভুলে  যাবে না ।
সদা সৎ ব্যবহার- করে যাবে উপকার-  করবে না কারো ক্ষতি- ঐ


রঙ্গিন দুনিয়ায়- রং টং তামাশায়-  তুমি আর যাবে না,
কাজ-কাম অবসরে- আল্লাহর জিকির করে- নিরাশা কখনো হবে না ।
রহম পাবে আল্লাহর- সেরা তার উপহার- হৃদয়ে পাবে পরম শান্তি- ঐ


লিখে রাখে কর্ম- পালন কর ধর্ম- ঠিক ঠাক রাসুলের তরিকায়,
টনক কি নড়বে না- সঠিক কি বুঝবে না- মগ্ন থাকো কোন চিন্তায় ।
নবীর প্রেম দিলে- আল্লাহর প্রেম মিলে- মিলে যায় জীবনের প্রাপ্তি- ঐ