শত বাধা ধেয়ে আসে চারি ধারে,
সব বাধা রুখে যে চলতে পারে।
সেই তো যোদ্ধা করে যায় যুদ্ধ-
অপ্রতিরোধ্য
সে অপ্রতিরোধ্য ।


কল্যাণ কাজে যে সদা ব্যস্ত,
মানবের তরে করে যায় সব ন্যাস্ত।
সেই তো স্বাধীন থাকে না বদ্ধ-
অপ্রতিরোধ্য
সে অপ্রতিরোধ্য ।


কাব্য কথা লিখে আপন হিয়ায়,
পিছু কথায় যার আসে নাতো যায়।
সেই তো কবি লিখে যায় সদা সত্য-
অপ্রতিরোধ্য
সে অপ্রতিরোধ্য ।