খোরাকের টেবিল ঘিরে বসেছে বিশ্ব খোর-
আমি খোরাক হবো, নাকি হবো মুসলিম,
তবে আমি মুমিন-


কেননা মুমিন হওয়া বড় সহজ ত্যাগ চাম,
মুসলিম হওয়া বড় কঠিন সংগ্রাম।


আগুন আংগার হাতে তবু কঠিন ঈমান ধরা-
আমি অনেক আমাকে দেখি আমার চারদিক,
তবু আমি দূর্বল-


আমি খর-খুটো অবিরত ভেসে যাই বন্যায়,
আমি মুখ বুঝে দেখে যাই সব অন্যায়।


আমি বিভাজনে মাতি দলে দলে খাঁটি-
আমি সেরা সঠিক মুসলিম দলে তেহাত্তর,
তবু আমি সম্মানে-


ফিরে আসি নাতো সবি এক কাতারে,
এককর্তার দুই জিনিসে আকড়ে ধরে।


মেহমানে-মধুপানে সহজ সুন্নাতি সব
মেজবানে-রনাঙ্গনে গুটাই হাত পা
তবু আমি সুন্নাতি-


আমি ছিন্নকারী নিকঠ জনে সম্পর্কে বেহাল-
হক আদায়ে পিছু টানে আছে হরেক তাল।


হিজরতে নেতা কেন? কতটুকু গুরুত্ব-
প্রয়োজন নেই জানতে তসবী হাতে যে,
তাই আজ আমি খোরাক-


খাদকেরা ঘিরে ধরে চারদিক বিশ্বে
বাঘ আজি ম্যাও ম্যাও বীর গাঁথা শীর্ষে।


হুংকার গলায় আজ আমার কাশি
তাই এসো একচক্ষু বিনাশকারী নেতা বাহাদুর
আমি আজ মুসলিম-


ত্রাণকারী এসো হে পচাত্তরের নেতা,
সত্তর তো হবে কারো হিসেব করার কথা।


রচনাকালঃ ২৩-৩-২০২১
সংগলশী, নীলফামারী।