পিতার থেকে পেয়েছি, আমি নামধারী মুসলিম-
ইসলাম আমার ধর্ম,
সমর্পন ছকে ঢেলে গড়ে নিত্য দিনে করি নাতো
যথাপি আমার কর্ম।


কতটুকুন জানি আমি তাওহিদ, রিসালাত, আখেরাত-
ইসলামি হুকমত বিধান,
কতটুকুন জানি আমি নবী (স)এর আদর্শ, ভালবাসা-বন্ধন
প্রেম-প্রীতি ইহসান।


আলেম ওলামা, মুন্সী, মুফতি থেকেও কি আজ-
আমি ইসলাম বেশি বুঝি,
আমি মুসলিম হয়েও আজ কাঠমোল্লা দোহাই দিয়ে-
নিজের স্বার্থ খুজি।


দলকে আজ রাখতে খুশি- নিজের গৌরব গলা টিপি
কু কর্ম করি দিন রাত,
মুসলিম হয়েও আজ আমি অবুঝ. নির্বোধ, বোকা-
হারাচ্ছি আখিরাত।


ওরে আমি কিকরে পাব দয়াল নবী (সা)এর শাফায়াত।
                                                             হায়! আমি মুসলিম......।
                                                                        হায়! হায়......।।


রচনাকালঃ ২৭-৩-২০২১
সংগলশী, নীলফামারী।।