ওরে সৌরভ ওরে হান্নান ওরে সিয়াম আজ,
দেখবি তোরা বাংলা কবিতা আসরের সাজ।
কাব্য ছড়ার ছন্দে ছন্দে ছাগল ছানার নাচ।।
ছাগল ছানার নাচের সাথে পাখ-পাখিদের গান,
বাতাসে আজ ছড়িয়ে যাবে ফুল কলিদের ঘ্রাণ।


চেতনাতে মুক্তি যুদ্ধ বীর বাঙ্গালীর ছড়া,
মুগ্ধ করা কাব্য মধুর সুর ছন্দে ভরা।
লিখছে কেহ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়া।।
ওরে-  বঙ্গবন্ধু কাব্য পাঠে গর্বে ভরে বুক,
স্বাধীন দেশে পাই যে খুঁজে কাব্য পাঠে সুখ।