শ~ঙ্কিত নয় মন- সত্যে সারাক্ষন- উঁচু করে শীর,
হি~ম্মত আছে তার- সুর ছন্দের ঝংকার- সত্য লিখনীর।
দ~রত মাখা ছন্দে- মনের সানন্দে-সালাম কবি বীর।।


খাঁ~টি ছন্দ সুর- লাগছে মধুর- কাব্য কবির সৃজন,
ন~সিবে আমার- সানিদ্ধ তোমার- পাই যেন হে সুজন।




রচনাকালঃ ২৩-০২-১৯ইং
সংগলশী, নীলফামারী।
(বাসায়)