আর হবে নাকো দেখা,
এক সাথে আছি মোরা হয়ে যাব একা।
রয়ে যাবে স্মৃতি, যতোটুকু বেসো।
সেটুকু নিয়ে, তুমিও চলে এসো।
বিধাতার ইচ্ছে, সে কোন পানে,
কি? হবে তিনিই শুধু জানে।


চলতে পথে দিশা- এতো টুকু জানি,
আকড়ে ধরো বন্ধু প্রিয়, তার ঐশীবানী।


রচনাকাল : ২৫-৭-১৯ ইং অফিসে
সংগলশী, নীলফামারী