উৎসর্গেঃ-(কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষর )


                    (এক)
ফি-রে আসি বারে বারে কবিতার আসরে
রো-দ মিষ্টি সকালে পাঠ করি প্রাণ ভরে।
জ-গতে আজ কাব্য কবিতা হৃদয়ালো করে রয়,
হো-ক আজ কবি কবিতা-পাঠকের জয়।
সে-তুবন্ধন করে কবিতা কবি পাঠক সকল তরে,  
ন-তুন করে রচিত হবে সহস্র সহস্র বাংলা কবিতা ভান্ডারে।


                  (দুই)
র-ক্ত জবা আর কত ফুল নিত্য ফোটে কাননে,
ক-বি যায় লিখে যায় ভালবাসায় আবেগ- স্মৃতি স্বরণে।
তি-লে তিলে কাব্যমালা পাঠক মনে দেয় দোলা,
ম-ধুময় ছন্দ ছাড়ায় তাঁরি সুরে পথ চলা।