সৈনিক স্বপ্ন ও বাস্তবের রূপ রেখা কবির কবিতায়,
যেখানে পূর্ণিমার চাঁদের মত খেলা করে ভাবে হৃদয়।


কুসুমের পাপ্ড়ী শির, ফুলদানী ফুল,
মর্মের রঙে সৈনিক স্বপ্নের রঙ্গফুল।


শহীদের স্পর্শ পবিত্র মাটি জল পদ্মার কুমুদ,
বাংলা আমার রক্তে কেনা আহা রঙিন বিদ্যুৎ।


সৈনিকের দূর্বলতা ছুঁড়ে ফেলে হৃদয়ে আগুন,
আগুয়ান মর্মে মত্তে জোয়ান দূর্বার বহুগুণ।


মেধায় সৈনিকের চরিত্র দীর্ঘশ্বাসের মত,
শৌর্যের বীরত্বে অপরাজিত হৃদয় ক্ষত।


স্বপ্ন হয়ে পুলকিত মর্মের বন্ধন প্রাণ,
বাজে বাজনা আকাশে, সৈনিক মহান।


কবির সৈনিকের আদর্শে জীবনের গান ,
কব্যিকতায় কবি মুক্ত মনা করেছে মহান।


সৈনিক হবার স্বপ্ন কবির হৃদয় আকাশে,
আমাদের সুপ্রিয় স্বপ্নময় মাতৃভূমির চাষে।