😂নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত😂


আগের দিনের মানুষ বেজ্ঞুন
আছিল্ কত ভালা
অনগার মাইনের খাইচ্ছৎ দেখলে
বুকে উডে জালা।


কলি যুগের লগে নাই আর
এই জামানার কোন মিল
মাতার উর্পে উড়ে লাযেন
কাউয়া, কুরবা, হোক্কুন চিল।


গাঁও গেরামের বুড়িয়া কোগা
আস্তা জন্মের নাঁডা
হিগুনের নাঁডামি দেইখলে
শইল্যের হশম ধরে কাঁডা।


মুখ ভর্তি এক হোজা দাঁড়ি
ভেটকাই ভেটকাই হান চাবায়
আর দোয়ানে বই গাল মারে
কেও যদি চা চুরুট খাবায়।


কি কমু আর গেরাম লই
শহর নগর হেই দশা
কানের কাছে ভ্যাঁন ভ্যাঁন করে
লাযেন এডিস মশা।


শহর মাইনের ভিত্তে হ্যাঁক
উর্পে দি চিক চাক
কইলে কইবেন হিন্নারি করি
আর কইতান্ন থাক।


হড়া লেয়া কইল্লেই যদি
ভালা মানুষ অইতো ভাই
হাঁছা মিছা কল্মের খোঁছায়
কেন্নে তাইলে দেয় চালাই।


কবিরাজ যা শুরু কইচ্ছে
চিকিৎসার নাম দি
কলম নামের চুরির তলে
রুগিরা আইজ গবাদি।


গলাবাজের হিছে কতা
কইবার সাহস আছে কার
কইলে দেইখবেন ভোর কালিঞ্জা
টোঁডা চাবি ধইচ্ছে তার।


হাঁচা কতার উর্পে আল্লার
ঠাডা হইস্যে কোন কালে
দমকার ঠাডা হড়েনা কা
মিথ্যুকের হেই দুই গালে।


চোক মেলি চান ভালা মানুষ
নাই আর জাহানে
ভরি গেছে বেক হেত্তুনি
আর মিসকা শতানে।


হে আল্লাহ...
ইগুন বেজ্ঞুন মিসকা শতান
শাস্তি দেন গা'র চামড়া খালাই
নইলে...
দোররা নামের ঠাডা মারি
বেজ্ঞুনেরে দেন জালাই।
আমিন...