বরাবর হেডস্যার, আছেন কি ভালো?
রসগোল্লা-চমচম খাচ্ছেন যে বড়ো?
আমাদের কথা একটুও কি ভাবেন?
নাকি শুধুই পেট ভরাতেই জানেন?
তৃষিত নয়ন ভিজে টলমল জলে;
লোলুপ জিহবা ভরে যায় শুধু লোলে।
ব্যথিত হৃদয় কাঁদে হাহাকার রবে  –
মিষ্টি মিলিবে কবে? মিষ্টি মিলিবে কবে?


শুনেন মশাই, নিবেদন করি সবে –
প্রতিদিন ভোরে মিষ্টি খাওয়াতে হবে।
নইলে যে আর পারিবনা পড়াশোনা;
ফ্যালফ্যালে চোখে চেয়ে রব আনমনা।
খাওয়ান যদি, কইব না কোন কথা।
কচি-কচি দিলে দিবেন না আর ব্যথা।