সেকালের যুদ্ধ – সম্মুখ সমরে অস্ত্রেরি ঝঙ্কার।
গায়েতে বর্ম, এক হাতে ঢাল, মাথায় শিরস্ত্রাণ,
সুনিপুণ আর হাতে সুদক্ষ-তৈয়ারি তলোয়ার –
তেজোদ্দীপ্ত বুকে, বীর পালোয়ান হয় আগুয়ান।
তীরবর্শা-বৃষ্টি মাঝে, হাতি-ঘোড়া নিয়ে সেকি যুদ্ধ!
নিবদ্ধ-অনিবদ্ধ, সবে রাজ্যের প্রতি দায়বদ্ধ।
টাওয়ার, মৈ, ক্যাটাপাল্টে বিজিত দুর্গ-অবরুদ্ধ।
ছিলো রণকৌশল, তবে ক্ষেত্রটা অতি সীমাবদ্ধ।


একালে – আগ্নেয়াস্ত্র, ট্যাঙ্ক, সাবমেরিন, রণতরী,
প্লেন, ড্রোন, স্যাটেলাইট, এ-আই – গেছে সবি পাল্টে।
মিসাইল, এন্টি-মিসাইল, আর বোমা রকমারি –
পারমাণবিক বোমে পৃথিবীটা যাবে বুঝি উল্টে!
ডেমোক্রেসি-ডিপ্লোমেসি … সহসাই যুদ্ধ সর্বনাশী;
কতো অস্ত্র! কৌশল বিচিত্র! হাসবে কে শেষ-হাসি?