আমি তখন অনেক ছোট
আমার করত ভীষণ ভয়
চোখের আড়াল হলেই মা
মনে জাগত যে সংশয়
মা বললেই, এই যে আমি
লাফিয়ে উঠে জড়ায় ধরি
কাঁদো কাঁদো গলায় বলি
যেও নাকো আমায় ফেলি

আপন স্বপ্ন ছিল যতো
ভেঙ্গে আমায় তুমি গড়ো
দুচোখ ভরা স্বপ্ন তোমার
খোকা হবেই অনেক বড়
কত কষ্ট করেছো মা
ঐ না দুটি হাতে
নিজে না খেয়ে তুমি
সবি দিতে আমার পাতে

একটু বড় হয়ে খোকা
বলে যে তার মাকে
একটু সবুর করো গো মা
দেখবো জগত টাকে
তোমায় নিয়ে যাবই আমি
রাজ রাজাদের দেশে

হঠাৎ কাল বৈশাখী এক ঝড়ে
মরণ রোগে ধরলো মায়ের বুকে
কত বদ্যি কত কবিরাজ
দেশ বিদেশের কত ডাক্তার
সবাই বলে, মা বাঁচবে নাকো আর
শেষ রাত্রের পরে, নিস্তব্ধ ধরণীতে
ঊষার আলো যখন ফোটে
আযানের ধ্বনি শুনে, মা গেলো চলে!

আপন হাতে দিলাম শুয়ে
ঘুমাও তুমি ঐ কবরে
কত দিনের কত কথা
ভুলবো কেমন করে গো মা
কে করবে আমায় এত আদর
হারিয়ে গেলো আমার
ভালোবাসার চাদর।