এক আত্যাদিম পশু আমার বুকে বেঁচে আছে আজও ,
আগুন জ্বালতে শিখিনি তাই এখনও ।
তবু সমাজ তো দগ্ধ হচ্ছে রোজই (জানিনা কেনো)
(কল্পনায়) আকাশ ঘিরে মেঘ করেছে
বৃষ্টি তবু এলনা (এখন আষাঢ় যদিও )
তবে তোমার উত্তাপে বৃষ্টি হয়না ___
এও হতে পারে (হয়ত বা) ;
যে রূপে পতঙ্গরা ঝাঁপ দেয় (মরার সময়)
আমিও কি সেদিকেই যাচ্ছি ?
কোনো আলো উত্তাপ পাচ্ছিনা (বলে রাখি ) ।
তবু মুষ্টিবদ্ধ হাতে দীপ্ত কণ্ঠে বলি (প্রতিজ্ঞা করছি )
আমি বুকে আগুন জ্বালব (দেশলাই ঠুকে হলেও ) ।