অাজ অামার ফাঁসি----
হাঁসতে হাঁসতে পারতাম মরতে--- ক্ষুদিরামের মতো;
অথচ, কী আমার অপরাধ, তা জানিনে।
গত ইতিহাসেও এভাবে ফাঁসি হয়েছে আমার,
যখন, আমি ইশা ছিলাম, গ্যালিলিও ছিলাম, ছিলাম মালালা...
তবু, সব ঘাম ব্যর্থ হয়েছে তোমাদের;
কালো পর্দার ভিতর থেকে দেখেছি
           আমার ফাঁসির মঞ্চের সামনে,
আমার ভবিষ্যের প্রজন্মদের...
আর আজও দেখছি--- এভাবে আর দেখতে হবেনা হয়ত।