বহুরূপী সময়, টিকটিকির লেজের মতো দুঃখ
আর বৈশাখেব বিকেলের মতো ভাবলাগুলো---
বয়েই চলেছি শুধু,--- কেন তা জনিনা...
ঘাড়ে যাদুঘরের ভার আজ অ-সহনীয়;
জানিনা কোন লোভে আজও বেঁচে আছি৷


পূজো করতে পারিনি ওই মন্দিরে গিয়ে,
মসজিদে যাওয়ার শক্তি তোমরা দাওনি,
কিংবা  বাইবেলের দুটো ভার্সও গুঁজে দাওনি কানে৷;
আজও বুঝে উঠতে পারিনি তাই----
            নিজের ইতিহাস, ভূগোল, জ্যামিতি৷
তাই হাঁটছি আর হাঁটছি, হেঁটেই চলেছি....
                        কী উদ্দেশ্যে?
তবে কি, বিধেয়গুলো নিয়ে চলতে থাকায় জীবন!