বাজারে এখন বিশ্বাস বস্তুটি নেই,
কেন কি, আমিই বহুদূরে এসেছি,
                     সাধের তর্কের সাথে মৈথুনে মেতে ৷
অথচ একটা সময় এমনও ছিল
   যখন বিবেকের কাছে নত হত 'মাথা';
এখন বিবেক কার প্রণয়ে ঘরছাড়া যেন...


অবশ্যঃ এও সম্ভব -
        সেও সেই শিশুটির মত গুপ্ত, অথবা,
    হারিয়ে যাওয়া সিংহসাবকের মত আত্মভোলা ৷


তবু জানি এ পৃথিবীর বিস্ময়,
বিষময় হলে হাওয়া,
                     নীলকণ্ঠ আসেন ৷
               আর দেহ, মন?
সেও নির্বান পায়, হয় নিশা নিস্ক্রমন