হে বীর,
        মার কলিজা ধরে টান
বুক চিরিয়া বের হয়ে যাক
ইবলিস দের জান।
ভাসুক, বীর সেনা দের গান।


জাগ্রত হও বিশ্ব তরুণ
আসবে একদিন ঠিকই অরুণ
ভয় করো না জীবন মরণ
হোক না হলে কারা বরণ।


ভেঙ্গে ফেল সব কালো হাত
উপ্রে ফেল যত বিষ দাঁত
তুলে ফেল চোখের তারা
হোক না তারা  দৃষ্টি হারা।


ভেঙ্গে ফেল উঁচু দেয়াল
করতে হবে আজকে ঘায়াল
দিয়েছে তারা অনেক বাণী
ছিঁড়ে ফেল জিহ্বা টানি।


গর্জে উঠো বজ্র হয়ে
ধ্বংস কর পলয় হয়ে
ভেঙ্গে ফেল মাজা খানা
পরে থাক শয়তানের ছানা।


টুঁটি ধর শক্ত করে
দম যেন যায় ফুরিয়ে
কেটে নাও গর্দান গুলি
বিশ্ব দেখুক শকুনের খুলি।


বিশ্ব টা আজ হয়েছে শ্মশান
আঁকড়ে ধর বিজয় নিশান
বিশ্ব তরুণ তুমি দুর্বার
ভেঙ্গে সব কর চুরমার।


ভয় করে না অকুতো সেনা
সময় হলে তুলবে ফণা
মারবে ছোবল,করবে কাবু
নিপাত যাবে দাদা বাবু।


ধরো হাত শক্ত করে
যেন ওরা ভয়ে মরে
কাঁধে কাঁধ রেখে দাঁড়াও
মুক্তির নিশান উড়াও।


অমাবস্যার ঘোর অন্ধকার কেটে
আলো নিয়ে আসবে পূর্ণিমা রাত্রি
হাতে হাত রেখে আগাও
তোমরাই হবে বিজয়ের যাত্রী।


শান্তি আসুক এই ধরায়
ভাসুক বীর সেনা দের গান,
জীবন দিয়ে বাঁচাবে তারা
বিশ্ব জাহানের প্রাণ।