উল্‌টিয়ে দেখো আজ সময়ের পৃষ্ঠা
খুঁজলে পাবেনা এতটুকু শিষ্টা
মানুষের মনে আজ নেই মায়া মমতা
পরে আছে নিয়ে তারা প্রেমহীন ক্ষমতা।


মানব সমাজ আজ বিবেকহীন পাষাণ
বিশ্ব টা বানিয়েছে জ্বলন্ত শ্মশান
এই ভাবে কতো দিন হবে জাতি পারাপার
জীবনটা হয়ে গেছে বন্দি কারাগার।


চারিদিকে হাহাকার, নেই কোন শিক্ষা
ভিক্ষুক হাত পেতে পাচ্ছে না ভিক্ষা
উঠে গেছে উদারতা, ধৈর্য, বিদ্যা
শান্তি, সততা গিয়েছে নিদ্রা।


অশান্তি এসে বুকে দিয়েছে হানা
কু শিক্ষা বিবেক কে করে গেছে কানা
দেশপ্রেম আজ যেন হয়ে গেছে বলি
চোর দের চেনা আছে সব অলিগলি ।


দরিদ্রতা আজ ছড়িয়েছে চারপাশ
পেট ভরে খায় না বছরে বার মাস
লজ্জায় করতে পারছে না চুরি
বড়লোক খেয়ে খেয়ে পাকিয়েছে ভুঁড়ি।


সমাজ টা শত ভাগ, লন্ডভন্ড
দুনিয়ার মোহে পড়ে সকলে অন্ধ
চলিতেছে সার্কাস ভয়ানক কান্ড
আশেপাশে যত বাবা সকলে ভন্ড।


ছারপোকা সবটুকু রক্ত চুষে খায়
মানবতা শূন্য, সবটুকু মৃত প্রায়
মানুষের হৃদয়ে যন্ত্রণা হাহাকার
কোথায় নেই ভবে আজকে সুবিচার।