অামি অবাক হইনি
যখন পুলিশ  টুঁটি চেপে ধরে
সত্য অার ন্যায়ের সামনে ব্যারিকেড দেয়;
অথবা মানবতা অার প্রতিবাদকে লাঠিচার্য করে প্রতিনিয়ত।


অামি অবাক হইনি, যদিও দেখেছি
কলমের স্থান দখল করেছে হাতুড়ি
অথবা চাপাতি; প্রতিবাদী মানুষের উত্তর প্রজন্ম হয়েছে সরিসৃপ।


অামি অবাক হইনি তখনো, যখন মেয়াদহীন টিয়ারশেল নিক্ষিপ্ত হয়েছে অামার ভাই ও বোনের দিকে;
জলকামান এসেছে চেতনার জিগির তুলে।।


বেকার ভাইকে প্রেমিকার শোকে পাথর হতে দেখেছি
সুদ খোরের ঝণ শোধাতে পিতার অাধপেটা জীবন দেখেছি;
অামি অারো দেখেছি পয়সার অভাবে সুন্দরীকে রোগগ্রস্ত ধনী পুরুষের সাথে শুতে।


ওরা অামাকে ভোটের অাগে বলেছিলো;
রাষ্ট্র হবে শোষন মুক্তির হাতিয়ার
ধর্ষিতা বোন পাবে ন্যায় বিচার
ফসলের মাঠে হবে সম্মিলিত চাষাবাদ
তারপর সবই ইতিহাস।।