ভালোবাসা পেলে অামার ভেতরে কষ্টেরা নদী হয়ে উঠে। তারপর কথাহীন স্বশব্দে বয়ে যায় মধূর বেদনাময়। বয়ে যেতে যেতে নীল হতে থাকে, বেদনা বিষে গাঁঢ় নীল হয় অত:পর তার নাম হয় সাগর।


সেই নীল সাগরে চাষ হয় মানুষের অশ্রুর। সাদা মানুষের,কালো মানুষের দাসেদের অশ্রু। বেশ্যাদের অশ্রু, পাদ্রী ও প্রুভূদের অশ্রু। এমনকি ডাইনীদেরও।


তারপর একদিন লবণচাষী সাগর পাঁড়ের অশ্রুদের অাহরণ করে, শেষমেষ তার নাম হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড।