তোমার ঘর্মাক্ত শরীরে
অামার জিহ্বা ঘুরে বেড়ায়, সুড়সুড়ায়
তোমার বুকের ভেতর একখানা পাখি
মরি মরি ডানা ঝাপটায়।।


তোমার স্তন থেকে নাভীমূল
অথবা কোমরের কটিদেশে
হাত ছোয়াতে- বোলাতে
নোনাসমুদ্রে শুয়ে পরে জীবন।।


অামি একটা গারদের মধ্যে
নেশার মধ্যে
ঘোরের মধ্যে হে নারী
অামি তোমার খাঁচার মধ্যে বন্দী।।
হে নারী।


অামি তোমার স্বর্গের খোঁজে
সাধক সহযাত্রী।।