ঘন মেঘ আকাশে-
              নীলের পাশে;
তাহারা মৃদু হাসে,
               সবুজে মিশে।


কি চমৎকার দৃশ্য হায়!
রচিলো আমার বাংলায়।
বসি উঁচু গাছের শাখায়,
অচিন পাখিটি গান গায়।

জল ভাঙ্গে দু’ধারে,
                পুকুর পাড়ে;
হাঁসেরা খেলা করে,
                ডুব সাঁতারে।


আমায় লাজুক দেখে হায়!
শালুক লতা মুখ লুকায়।
কী গল্প ঐ শাপলা ফোঁটায়!
কী গল্প আঁকা পদ্ম পাতায়?


কত স্বপ্নরা ঝড়ে,
               তোমার পরে;
ফের তোমার তরে-
            আসিবো ফিরে।


তোমার আঁচল মাঝে হায়,
কী মায়ায় বাঁধলে আমায়।
ধন্য মন তোমার ছোঁয়ায়;
তোমারো পরশ পাওয়ায়।