এই গো রহিমের মা
রহিমের বাপ কুইনঠে গ‍্যাছে ?
উইতো হাল চইষতে গ‍্যাছে
ভোরবেলা উইঠ‍্যা,বাসি প‍্যাটে।
মাথায় পাগড়ি ব‍্যান্ধ‍্যা যখন
বাহির হইল বাড়ি থ‍্যেক‍্যা
মড়লের ভুই চইষবে বইল‍্যা,
রহিম ঘুমাইছিল তখন।
উ হামাকে বইল্ল দ‍্যাখগে
রহিমের মা হামার কথা শুন,
ঘুম থ‍্যাক‍্যা উঠলে শুধাবি ওকে,
ওকে বইলবি ইস্কুল য‍্যাতে ।
উ পড়াশুনা কইরবে,
শিক্ষতি হইবে,
এই হামার বড় সাধ।
হামার প‍্যাটে বিদ‍্যা নাই, আর
ওরা ভাবে হার বুদ্ধি নায়,
হামি মুরুকখো, কিন্তু
কিন্তু জানিস রহিমের মা
ওরা যখন হাকে মুরুকখো কহে
তখন হার অন্তরটা যেনে
ফ‍্যাইট‍্যা যায়, আর তখন
মনে খুব গোসা হয়,আর জানিস,
জানিস রহিমের মা,
ভ‍্যাইবতে থাকি যুদি হার বাপ
শিক্ষতি হইতক,যুদি হার
বাপের টাকা পয়সা থ‍্যাইকতক
হামি ইস্কুলে পইড়‍্যা
শিক্ষতি হইতুং মাস্টর হইতুং
তখন, তখন কি ওরা হাঁকে
রহিমের বাপ কহিতক,মুরুকখো কহিতক ?
ওরা বইলতক -'করিমসাহেব' আর কত কি
বুইঝলি রহিমের মা,এ হামার
সপন ছিল, বড় সাধ ছিল।
ত হামি শিক্ষতি মাস্টর হইনুনা বটে,
মড়লেরঘে হাল চইষ‍্যা হামার
রহিমকে শিক্ষতি কইরব,ওকে
ওকে হামি মাস্টর কইরব,আর
উ মাস্টর হইলে হামাকে ওরা
কি নামে ডাইকবে জানিস,
জানিস রহিমের মা -ওরা ডাইকবে
দ‍্যাখ,আরে দ‍্যাখ,দ‍্যাখ ঐ যে
যাচ্ছে রহিমবাবুর আব্বা,তখন
তখন রহিমের মা ভাব,ভাইব‍্যা দ‍্যাখ
হামার বুকটা ফুইল‍্যা উঠবে,
ফ‍্যাইপা উঠবে দশ হাত ।