পাগল নাকি !
ভালবেসে পাগল বলে ডাকে,
আমার পাগলামি নাকি
তাকে ভীষন ভাল লাগে ।
জানি না আমার পাগলামিতে
তার কত ভালবাসা জাগে ?
জাগে বা জাগেনা
তবে আমার পাগলামিতে
সে আগের মত হাসেন ।
হাসে বা হাসে না
তবে কি এই পাগলের ‘প্রলাপ’কে
সে আগের মত আর ভালবাসে না ?
এই সব আমার পাগলামি, না
পাগল-আমি,জানিনা,তবে
তোমরা পড়বে আর বলবে
পাগল নাকি !
আর ভাবছি আমি,
পাগল না কি ?