জনহীন প্রান্তর ,
ধু -ধু মরুভুমির বুকে ,
শিকারি বালুকারাশির উপর
এক চির তৃষ্ণার্ত , পথান্ধ পথিক ।
আকস্মাত তোমার আবির্ভাবে
মনে আশার উদ্রেক !
প্রান পায় বাঁচার তাগিদ,
খুঁজে পায় লক্ষ্যপথ ।
ঈশ্বরকে জানায় একপলকের কৃতজ্ঞতা।
এই কালপলকই করল
লক্ষ্যহারা, নিশ্চল, পথভ্রষ্ট।
তোমার অদৃশ্যতার,ছলনার মরুঝর
পাথরভেবে ক্ষয় করতে লাগল,
গড়ল পাথরমূর্তি শিল্পীর তুলি দিয়ে,
শুধু তোমারই কারনে -
তুমি মরীচিকা ।