নিতাই নিবাস
মেঘের বাড়ি মেঘের বাড়ি
মেঘ গুড়গুড় ঢোল
বৃষ্টি এলে নিতাইর ঘরে
হরি বলো বোল।
ছেঁড়া চালে জল গড়ালে
দিয়ে গুয়ার খোল
বলে নিতাই, যাহ্! বৃষ্টি
হরি বলো বোল।
নিতাইর পাতের ভাজা মাছে
বেড়ে গেছে ঝোল
বৃষ্টি-ঝড়ে নাড়ার চালে
খাচ্ছে খানিক দোল
নিতাইর ছেলে ভয়ের চোটে
ছাড়ছে না তার কোল
নিতাই বলে, ডাকনা তারে
হরি বলো বোল।
মেঘ গুড়গুড় আকাশ ডাকা
ভীষণ শোরগোল
ভিজে গেছে ছেঁড়া কাঁথা
রিলিফের কম্বল।
দেবে গিয়ে মাটির ঢিবি
হচ্ছে বিশাল হোল
নিতাইর মুখে ভগবান আর
হরি বোল বোল।
হরিতে কি ভরসা নাই?
নিতাইর মাথায় গোল
তাহলে কি ছেড়ে দেবে?
হরি বলো বোল।
নিতাই বলে, এবার বেটা
আল্লা খোদা বোল
নইলে কিন্তু খুয়াবিনে
যা আছে সম্বল।
আল্লা খোদা কৃষ্ণ হরি
হরে বিহ্বল
তারই মাঝে উবে গেছে
নাড়ার চাল ও চোল।
নিতাই বলে, একি! হলো?
সবই গণ্ডগোল,
ভর্সা করি কোন দেবতায়!
কে নকল-আসল?
বলে নিতাই , ওরে বেটা
বাড়াস মনোবল
নিজেই নিজের দেবতা আর
গতরটা সম্বল।
খেলার মাঠে না খেলিলে
খাইতে হবে গোল
কম্ম ছাড়া ধম্ম মিছা
ঢুলি ছাড়া ঢোল।
মাসুদ আলম বাবুল
২৭.৬.১৮ জলিসা, বেতাগী, বরগুনা।