প্রতীক্ষা


সারারাত বৃষ্টি পড়েছিলো,
আমাকে নিনির্মেষ অন্ধকারে দাঁড়িয়ে থাকতে বলেছিলো
আসন্ন সকাল।
তখনও আকাশ ভাঙার গল্প করেছিলো
কতগুলো ভূপাতিত গাছ,
আর বাজপাখির মতো উড়ে যাওয়া বাজ,
সে প্রথম আমার চৌকাঠ মারিয়েছে;
জানালার কাঁচ ফুড়ে জানান দিয়েছিলো
তমিজ জেলের মৃত্যু পরোয়ানা। 
আমি তখনও দাঁড়িয়েছিলাম মাঝপথে
ত্রিশুল আমার হাতে যেন খাপখোলা নাঙা তলোয়ার,
মনে হচ্ছে সেই তো অনাদি কাল থেকেই আমি
ঠিক এমনি করেই দাঁড়িয়ে আছি
আলোকোজ্জ্বল প্রভাতি আশায়
আমার এ দাঁড়িয়ে থাকা বা প্রতীক্ষার শেষ নেই কোনো
কতো ঝড়-জলোচ্ছাস গেলো
কতো প্রভাত, রৌদ্রময় আলোকোজ্জ্বল দিন
কতো বজ্রপাত ছুঁয়ে গেলো ত্রিশুলের ফলা।
অথচ তমিজ জেলের মতো হত নই আমি
না কোনো দিন তপ্ত রৌদ্রময়, না কোনো সোনালি সকাল
অথচ দেখো, অনাদি কাল ধরে আমার এ দাঁড়িয়ে থাকা
কিসের প্রতীক্ষায়?
আমি কি এমনি করেই প্রতীক্ষিত হবো?
হে অনাগত দিন?