স্টিভেন হকিং এর প্রতি
এভাবে চলে যাবার কোনো মানে নেই-
তোমার জন্যে ব্যালকনির টবে
না ফোটা গোলাপগুলো মৃতপ্রায়, অশ্লীল
লনের পাশের কৃষ্ণচূড়ায় ফোটা ফোটা রক্তরাঙা ফুল
এভাবে চলে যাওয়া মানে
পৃথিবীর দ্রাঘিমাংশে হঠাৎ বলপয়েন্ট পেনের কালিতে
মুছে দেয়া জাগতিক সব ইতিহাস।
তোমার চলে যাবার পরে আহ্নিক গতি
থেমে যাবে
এ একরকম অবিশ্বাস্যই ছিলো।
তবুও ঘড়ির কাঁটাকে জাপটে ধরেছিলো
কোনো এক মাতাল প্রেমিক।
এভাবে চলে যাবে জানা থাকলে
সূর্যকে উৎক্ষেপনের প্রতি
নিষেধাজ্ঞা জারি করা হতো প্রভাত সাগরে।
পাহাড়কে বলা হতো স্টান্ড হেয়ার,
ডোন্ট মুভ এনি ওয়ে।
অথচ তা বলার আগেই, জ্বলে উঠলো সন্ধ্যার দীপ
মন্দিরে উলুধ্বনি হলো,
উচ্চকিত হলো মসজিদের মিনার, হর্ন।
তুমি চলে যাবে জানা থাকলে
সত্যি বলছি, পৃথিবীকে বলে দিতাম
কিছুক্ষণ, কিয়ৎক্ষণ, থেমে যেতে শূন্য সময়ে।
-মাসুদ আলম বাবুল
(২৯.৯.১৮ স্টিমারঘাট, চাঁদপুর)