আবেগের বসে হয়ে কেন তুমি ভাব?
পৃথিবীর সব সুখ আমি একা নিবো
আবেগ থামিয়ে দেয় তোমার গতিবেগ
থাকে না তোমার সময় নিয়ে কোন উদ্বেগ।


বিবেক তোমায় সদা জাগ্রত করে
ছুটে চলে অবিরাম মানুষের দারে
নিজের সুখ বিলিয়ে দেয় অন্যের তরে
না খেয়ে খাবার তুলে দেয় অনাহারীর মুখে।


আবেগ তোমায় কিছুই দিতে পারে না
না পাওয়ার আকুতিতে বারে যন্ত্রনা
আবেগ হল শয়তানের শুধুই প্ররোচনা
বিবেক হল আল্লাহর ধ্যান, জ্ঞান, প্রার্থনা ।