মন পোড়ে বলে আজও তোমায় খুজি
মনের আকুতি শুনে লাভ কি?
মনটাকে গড়েছি নিজের হাতে
ভেঙে যাক তার আর ক্ষতি কি?


পুতুলের খেলা ছলে যে মায়া করে ছিলে
সে মায়ার নেই কোনও নাম
পাষানী হয়ে তুমি দিলে না ভালবাসার দাম
মন পেল না তার মিলনের সাথী
দেহটা হয়েছে আজ নীশাচর পাখী


দেহটাকে দিয়েছে ঐ বিধাতা
লালন পালন করেছে যে মা
প্রতিটি রক্তে আছে মায়ের অবদান
মায়ের প্রয়োজনে দিব প্রতিদান।