হে আমার চিরশয্যাসায়ি কন্যা—
আমি দেখেছি তোমার বেচে থাকার আকুতি
শত চেষ্টা করেও নিয়তির খেলায়—
তোমাকে আমার বক্ষে আগলে রাখতে পারিনি।


নিষ্টুর পৃথিবীর নিস্প্রাণ যন্ত্রের—
আঘাতে আঘাতে ক্ষত হয়েছে তোমার যকৃত
রক্ত ক্ষরণের প্রতিটি ফোটায়—
আমাকে জানায় তুমি ব্যর্থ পিত্রিক।


ক্ষনিকের সাথী হয়ে এলে তুমি—
স্মৃতি পটে তুমি জেগে উঠো বারংবার
হৃদয়ে জমানো সব ভালোবাসা নিলে তুমি—
তোমার বিয়োগে এবুকে আমার শুধুই হাহাকার।


মধ্য রাতে নিদ্রাহীন আমি—
তোমার শোকে কাতর চোখে কেঁদে কেঁদে খুজি
হে আমার কন্যা জান্নাতের পাখি—
তুমি কি দেখতে পাও কন্যাহারা পিতার আকুতি?